সর্বশেষ

রবিবার, ১১ মে, ২০২৫

কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ধার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

কাদের সিদ্দিকী বলেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার দল, মাওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন পালন করা দল। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই হুজুর মাওলানা ভাসানীর দল ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ।রবিবার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।


সম্প্রতি পাক-ভারত চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধ কোন ছেলে খেলা না। দুই একটা গুলি ছোরা এক না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না।যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।


তিনি আরও বলেন, ভারত মহাচালকের দেশ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালকের দেশ ভারত। তারা কেন ছেলে খেলা করবে। বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। এখন কোন যুদ্ধেই তার একার না। আমরা নিকটবর্তী প্রতিবেশী আমাদের উপর অবশ্যই প্রভাব পড়বে।


এসময় কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহবায়ক এস.এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক সাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১০ মে, ২০২৫

ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়ুনউদ্দিনের মেয়ে। শুক্রবার ৯মে রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

সে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আখির চাচা জামাল হোসেন ও স্থানীয়রা জানান উপজেলার কালিকাপুর গ্রামে শুক্রবার রাত ৯টায় ঘরে টেবিলের উপর থেকে বই আনতে হাত দেয় আঁখি।


এ সময় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। পাশ্ববর্তী উপজেলা কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের অভিযোগ, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা না পাওয়ায় আঁখির মৃত্যু হয়েছে।

শুক্রবার, ৯ মে, ২০২৫

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে তরুণীর  আ/ত্ম/হ/ত্যা

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে ইশীকা আরাত (২০) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ মে) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন বটতলা মুরগির বাজার এলাকার এক বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

নিহত ঈশীকা আরাত পৌরসভার বাগানবাড়ি এলাকার আমিনুল ইসলামের মেয়ে। সে বটতলা এলাকার মালেক ভূঁইয়ার বাসায় ভাড়া থাকতেনবাগান বাড়ি এলাকার স্থানীয়রা জানান, ঈশীকার ৩ বছর আগে হাজরাঘাট এলাকার রিয়াদ খানের সাথে বিয়ে হয়েছিল। 

তাদের ২ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। তাদের সংসারে বনি-বনা না হওয়ায় এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে বাগান বাড়ি এলাকার একটি ছেলের সাথে তার আবারও বিয়ে হয়। সে সংসারও বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরিবারের সাথে তার সম্পর্ক ভাল ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী। যে কারণে সে বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল একতার কণ্ঠ-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের পেকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম আব্দুর রউফ (৪০)। তিনি উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল (কোষাধ্যক্ষ) সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রউফ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে মির্জাপুরের পেকুয়ার উদ্দেশে রওনা হন। সাড়ে ৬টার দিকে পেকুয়া বাজারের আগে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। রউফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এরপর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে গাজীপুরে চন্দ্রা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুর রউফ দলের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন বলেন, ঘটনাস্থল মির্জাপুরে পড়েছে। তাই এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত টাঙ্গাইলের রফিকুল ইসলাম

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত টাঙ্গাইলের রফিকুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে তার এই সম্মাননার বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা পদক প্রদান করা হবে।মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। এরপর কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া ও জয়দেবপুর পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন থেকে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।শিক্ষা ও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি একাধিক সম্মাননা অর্জন করেছেন। মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকে তিনি ‘ভাষার মিছিলে অগ্রণী যারা’ শীর্ষক একটি বইও সম্পাদনা করেছেন।

অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রফিকুল ইসলাম তালুকদার বলেন, “এই স্বীকৃতি আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের ভালোবাসা, পরিশ্রম ও সহযোগিতার ফল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং আস্থা রেখেছেন। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগম। আট ভাই ও এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ সন্তান।

বুধবার, ৭ মে, ২০২৫

সখীপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড

সখীপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে মো: ওয়াজ উদ্দিন(৬৫) নামের এক ভূয়া পশু চিকিৎসককে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৭ মে) উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


দন্ডিত ওয়াজ উদ্দিন ওই এলাকার মরহুম আব্দুল জব্বার চেলা মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত ওয়াজ উদ্দিন দীর্ঘদিন যাবত রতনপুর কাশেম বাজার এলাকায় পশু চিকিৎসা করে আসছেন। 

তিনি আরো জানান, গত ৫ মে যাদবপুর ইউনিয়নের আলাল উদ্দিন নামের এক খামারির গাভীর প্রসব করা বকনা বাছুরকে ভুল চিকিৎসা করান গ্রাম্য পশু চিকিৎসক ওয়াজ উদ্দিন।

যার কারনে তাকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭ ধারায় অভিযুক্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: সাইদুর রহমান। তিনি জানান, ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম থামাতে খামারীদের স্বার্থে উপজেলা প্রশাসনের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তিনি খামারীদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানান।

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে আরও দুই বন্ধু।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।


স্থানীয়রা জানান- মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন এবং আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।