সর্বশেষ

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত টাঙ্গাইলের রফিকুল ইসলাম

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত টাঙ্গাইলের রফিকুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে তার এই সম্মাননার বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা পদক প্রদান করা হবে।মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। এরপর কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া ও জয়দেবপুর পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন থেকে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।শিক্ষা ও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি একাধিক সম্মাননা অর্জন করেছেন। মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকে তিনি ‘ভাষার মিছিলে অগ্রণী যারা’ শীর্ষক একটি বইও সম্পাদনা করেছেন।

অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রফিকুল ইসলাম তালুকদার বলেন, “এই স্বীকৃতি আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের ভালোবাসা, পরিশ্রম ও সহযোগিতার ফল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং আস্থা রেখেছেন। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগম। আট ভাই ও এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ সন্তান।

বুধবার, ৭ মে, ২০২৫

সখীপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড

সখীপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে মো: ওয়াজ উদ্দিন(৬৫) নামের এক ভূয়া পশু চিকিৎসককে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৭ মে) উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


দন্ডিত ওয়াজ উদ্দিন ওই এলাকার মরহুম আব্দুল জব্বার চেলা মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত ওয়াজ উদ্দিন দীর্ঘদিন যাবত রতনপুর কাশেম বাজার এলাকায় পশু চিকিৎসা করে আসছেন। 

তিনি আরো জানান, গত ৫ মে যাদবপুর ইউনিয়নের আলাল উদ্দিন নামের এক খামারির গাভীর প্রসব করা বকনা বাছুরকে ভুল চিকিৎসা করান গ্রাম্য পশু চিকিৎসক ওয়াজ উদ্দিন।

যার কারনে তাকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭ ধারায় অভিযুক্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: সাইদুর রহমান। তিনি জানান, ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম থামাতে খামারীদের স্বার্থে উপজেলা প্রশাসনের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তিনি খামারীদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানান।

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে আরও দুই বন্ধু।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।


স্থানীয়রা জানান- মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন এবং আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বজ্রপাতে দ্বিখণ্ডিত কলেজের গাছ, দেখতে উৎসুক মানুষের ভিড়

বজ্রপাতে দ্বিখণ্ডিত কলেজের গাছ, দেখতে উৎসুক মানুষের ভিড়

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাছটি দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, ‘হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল।’

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আবদুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে। আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার, ৫ মে, ২০২৫

কালিহাতীতে যুবকে কু''পিয়ে হ"ত্যা, পুকুর থেকে ম"রদেহ উদ্ধার।

কালিহাতীতে যুবকে কু''পিয়ে হ"ত্যা, পুকুর থেকে ম"রদেহ উদ্ধার।

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের যুবক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

৫ই মে (সোমবার) সকালে একই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া জানান, ৪ টার দিকে মুন্না নামের একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলে কে মেরে ফেললো, আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি,খোজাখুজির এক পর্যায়ে কোকরাইল গ্রামের রিপনের পুকুরের রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান।
নিহতের স্ত্রী শিল্পী জানান; আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রেখো,

পরে তিনি কিছুক্ষণ পরে বাড়ীতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন।
এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক ভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়ছে। 

তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।
উল্লেখ্য,নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলো।
এছাড়াও নিহত রায়হান বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

রবিবার, ৪ মে, ২০২৫

স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে নিলো স্বামী

স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে নিলো স্বামী

স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে। তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিয়েছে স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিপুর থানার ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের। কিন্তু স্বামী মাঝেমধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর। বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার মধু খাতুন যখন ঘুমাচ্ছিলেন রাত ৩টা নাগাদ হঠাৎ তার নাকে কামড় দেয় বাপন শেখ। জ্বালা যন্ত্রনায় ঘুম ভেঙে যায় মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারো আঙুলে কামড় মারে তার স্বামী। কোনরকমে বাড়ির বাইরে পালিয়ে আসে মধু। 

মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝেমধ্যেই মদপান করত। এরপর বলতো “তোর মুখটা এত সুন্দর কেন? নাকটা আরো সুন্দর। তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব।”

তিনি আরো অভিযোগ করে বলেন, “যেহেতু আমার মুখ সুন্দর তাই এসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী।” 

মধু খাতুন শান্তিপুর থানায় বাপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বাপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সখীপুরে এক রাতে কৃষকের ৪ গরু চুরি

সখীপুরে এক রাতে কৃষকের ৪ গরু চুরি

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এক রাতে ৪ গরু চুরি হয়েছে। 

রবিবার(৪ মে) ভোররাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী দক্ষিণপাড়া এলাকার কৃষক শামছুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। 

চুরি যাওয়া গরুর মালিক শামছুল আলম জানান, রাত সাড়ে ১২ টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল, কিন্তু ভোর সাড়ে ৩ টার সময় উঠে দেখি গোয়ালঘরের শিকল কেটে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। 

গরুর মালিক আরো জানান, গোয়ালঘর থেকে দুইটি ষাঁড়, একটি গাভী ও একটি বকনা বাছুর চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য কমপক্ষে সাড়ে ৫ লাখ টাকা। আমি একদম নি:স্ব হয়ে গেলাম।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।