সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতারককে আটক করা হয়।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান এই প্রতারক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভালুকার বাসিন্দা আব্দুল আল মামুন নামে এক ব্যক্তি স্থানীয় গ্রীন টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বর্তমানে তিনি চাকরি ছেড়ে গাড়ি ও বালুর ব্যবসা করছেন। তবে চাকরিকালীন সময়ে তিনি গ্রীন টেক্সটাইল থেকে অবৈধভাবে টাকা আত্মসাৎ করে চাকরি ছেড়ে চলে আসার অভিযোগে এনএসআই প্রধান কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে বলে আব্দুল আল মামুনকে জানান প্রতারক রোকনুজ্জামান নাঈম।
একই সঙ্গে বর্তমানে ওই অভিযোগটি তদন্তে তিনি কাজ করছেন জানিয়ে ব্যবসায়ী আব্দুল আল মামুনের ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য ৫ লাখ টাকার চেক প্রদানকালে এই প্রতারককে আটক করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় আটক হওয়া প্রতারক থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।