কালিহাতী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :কালিহাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, ভ্রাতৃত্ব ও অধিকার আদায়ের আপোষহীন সংগঠন ‘কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে “১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন সাবেক নেতা ডা. মো.শাহআলম তালুকদার, বিএনপির মুক্তিযোদ্ধা দলের ঢাকা বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো.মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন প্রমুখ।

প্রধান অতিথি ডা. শাহআলম তালুকদার বলেন, “পবিত্র রমজান মাস হল সংযমের মাস। রমজান মাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তী এগারো মাস আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা, আনুগত্য ও পরস্পর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই একটি শান্তিময় দেশ গঠন করা সহজ হবে।
অনুষ্ঠান শেষে ডা. শাহআলম তালুকদার কালিহাতী রিপোর্টাস ইউনিটিকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য একটি কম্পিউটার উপহার দেনএ সময় আরো উপস্থিত ছিলেন রশিদ আহমেদ আব্বাসী
ইফতার শেষে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের নিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সর্বশেষ নিউজ