কালিহাতীতে সালিশী বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২২

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সালিশী বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সাড়ে ১১ টার দিকে উপজেলার সোলাকুড়া বাজারে মুলিয়া-সাকরাইল গ্রামের সালিশী বৈঠককে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২৮ ফেব্রুয়ারি বাংড়া চিশতিয়া দরবার শরীফে ওরস মাহফিল সেখানে সাকরাইল-মুলিয়া দুই গ্রামের ছেলেদের মধ্যে মারামরি হয়। ওই মারামারিকে কেন্দ্র করে সোমবার সকাল ১১ টার দিকে সোলাকুড়া বাজারে সালিশী বৈঠক শুরু হয়। সালিশী বৈঠকে সাকরাইল গ্রামের লোকজন উপস্থিত না হওয়ায় উত্তেজনা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের উপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে মুলিয়া ও সহদেবপুর গ্রামের লোকজন একত্র হয়ে সোলাকুড়া বাজারে ভাঙচুর ও লুটপাট করে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২২ জন আহত হযয়।
এ বিষয়ে প্রশাসনের কেউ বক্তব্য দিতে অস্বীকার করেন।

সর্বশেষ নিউজ