
সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাংগাইলে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের গভেনিং বডি নির্বাচন স্থগিতের জোর দাবী উঠেছে, বিগত সরকারের সময় অবৈধ অশুভ হস্তক্ষেপে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন প্রহসন মূলক এবং সম্পূর্ণ নিয়ম বহির্ভূত বিতর্কিত করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, নির্বাচন প্রহসন মূলক এবং সম্পন্ন নিয়ম নীতি বহির্ভূত হয়েছিল।
ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা রীতিমতো ভয় ভীতি প্রদর্শন করে কলেজ কর্তৃপক্ষকে বিজয়ী করা হয়েছিল। ৫ই আগষ্টের ছাত্র আনদোলনের পর দেশ যখন অনিয়ম দূর্নীতি বিরুদ্ধে সংস্কার চলমান সেই সময় আবারও কলেজের কর্তৃপক্ষ শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডি ও শিক্ষক অভিভাবক প্রতিনিধি নির্বাচনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত, নির্বাচনের তারিখ শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট হবে ১০/০৩/২০২৫, অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোট হবে ২০/০৩/২০২৫ ইং শিক্ষক অভিভাবক প্রতিনিধি অধিকাংশ এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন, কারণ হিসেবে যানা যায় তাদের নির্বাচন কালীন সময়ে কলেজ বন্ধ থাকাতে নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে খুব কষ্ট হবে এবং মাহে রমজান মধ্যে অনেকের বাড়ী দূরদুরন্ত থাকায় সেখান থেকে এসে নির্বাচনে অংশ নেওয়া,
অথবা ভোট গ্রহণ অধিকাংশ করতে পারবে না বলে নিজস্ব মতামত জানায়, এ জন্য নির্বাচনের তারিখ ও ও পূর্ণ তফসিল ঘোষণার জোর দাবি উঠেছে এবং কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, ভুক্তভোগী অভিভাবক গন ও শিক্ষক প্রতিনিধিরা বিধি মালায় বলা হয়েছে।শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি, যে কোন অভিযোগের বিষয়ে তদন্ত করিতে পারিবে, এই৷প্রবীধান মালায় কোন বিধান লংঘন সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত কোন নির্দেশনা অমান্য করণ অদক্ষতা আর্থিক অনিয়ম অব্যবস্থাপনা প্রতিষ্ঠানে স্বার্থ হানি বা অনুরূপ অন্য কোন কারণ প্রমাণিত হলে শিক্ষা বোর্ড যেকোনো সময় গভনিং বডি ম্যানেজিং কমিটি নির্বাহী কমিটি অ্যাডহক কমিটি বাতিল করিতে পারিবে,বিধিমালায় বলা হয়েছে, কোনো ব্যক্তি একই প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর দুই বারের বেশি সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি হতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করতে পারবেন। এক জন ব্যক্তি দুটি কলেজের গভর্নিং বডি এবং দুটি স্কুলের ম্যানেজিং কমিটিসহ মোট চারটির বেশি পদে সভাপতি থাকতে পারবেন না।
অধ্যাপক আব্দুল আওয়াল তিনি আরোও জানান কালিহাতী কলেজ গভেনিং বডি প্রতিনিধি নির্বাচন কলেজ যে সময় হওয়ার কথা সে সময় সম্পূর্ণ কলেজ বন্ধ থাকবে এতে করে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে না গ্রহণযোগ্যতা হারানো আশঙ্কা রয়েছে, এই নির্বাচনের বন্ধের জোর দাবী উঠেছে এবং পরিপেক্ষিতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন, শিক্ষক অভিভাবক প্রতিনিধিরা পূর্ণ তফসিল এবং নির্বাচন কলেজ খোলা অবস্থায় সংগ গঠিত হোক এটা শুধু শিক্ষক অভিভাবকদের দাবী নয়, এখন এটা কালিহাতী বাসীর