কালিহাতী প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ বহিষ্কার-৬

সাইদুর রহমান সমীর:প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুসাফির রহমান মিল্টন সহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের কার্যকরী সদস্য মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে কালিহাতী উপজেলা চত্বরে এক
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা কালিহাতী প্রেসক্লাবে বসে বিভিন্ন বালু মহলে চাঁদাবাজি করে আসছিল।গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের সংস্কার দাবিতে আন্দোলনরত ছাত্রজনতার চাপের মুখে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের কালিহাতী প্রেসক্লাব থেকে বিতাড়িত করতে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে কালিহাতী প্রেসক্লাবের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট এর দোসর মোল্লা মুসাফির রহমান মিল্টন, সহ সভাপতি রাইসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পারখি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আল মামুন এবং সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির ঘনিষ্ঠজন শাহ আলমসহ ছয়জনকে কে বহিষ্কার করা হয়।
এসময় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, মনিরুজ্জামান মতিন, সাবেক সহ-সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, সাবেক সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, সদস্য সুমন চন্দ্র ঘোষ, সবুজ সরকার, আনিছুর রহমান শেলী,সাইদুর রহমান সমীর, মিজানুর রহমান শামীম, এনায়েত করিম সহ কালিহাতী উপজেলার শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ