
টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার ক্লু এক মাসেও উদঘাটন হয়নি। গত ২৩ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে একটি লেবু বাগানে তাকে জবাই করে রেখে যায় দুর্বৃত্তরা। হত্যার এক মাসে অতিবাহিত হতে চললেও খুনের ঘটনাটি রহস্যাবৃত্ত থেকে গেছে। ঘটনার কোন ক্লুই খুঁজে পাচ্ছে না পুলিশ। ব্যবসায়ী সালাম হত্যার ঘটনায় অনেকটাই হতাশ তদন্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী।
জানা যায়, গত ২৩ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে মৃত আমির আলীর ছেলে ব্যবসায়ী সালাম মিয়াকে জবাই করে লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন বেগম বাদি হয়ে থানায় অজ্ঞাত নামা মামলা করে। মামলাটি প্রথমে তদন্ত করে সখীপুর থানার ওসি (তদন্ত) প্রভাষ রায়। পরে ওই থানার উপ-পরিদর্শক সুমন মিয়ার কাছে মামলাটি স্থানান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের ৪ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের তেমন কোনো তথ্য আদায় হয়নি। সন্দেহভাজন ওই ৩ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। কিন্তু মামলাটির তদন্তে আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি।
এক মাসেও হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিহতের স্ত্রী ও স্বজনরা বলেন, একজন নিরীহ লোককে এভাবে জবাই করে খুন করা হলো। অথচ পুলিশ কোনো রহস্যই উদঘাটন করতে পারছে না। আমরা আসল খুনিকে দেখতে চাই। এ মামলায় যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া বলেন, খুব সূক্ষ্মভাবে হত্যাটি করা হয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুত এই মামলার রহস্য উদঘাটন হবে। কিছুটা সময় লাগলেও প্রকৃত খুনিকে আমরা বের করবোই।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আন্তরিকভাবে কাজ করছে।