সখীপুরে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

File

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ, উপজেলা সমন্বয়কারী  মোঃ শাহরেজা আমিন।

এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত বিধিমালা ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ের জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায়, তা তুলে ধরেন।

সর্বশেষ নিউজ