
নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তার প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র জমাদানের পর বীমা দাবির চেক হস্তান্তর করেছেন।
শনিবার(১৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের সখীপুর উপজেলা শাখা কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিজিএম মোয়াজ্জেম হোসেন এ চেক হস্তান্তর করেন।
চেক গ্রহণকারী সখীপুর পৌর এলাকার বাসিন্দা আমেনা বেগম জানান, আমার স্বামী শহিদুল ইসলাম দেড় লক্ষ টাকার একটি লাইফ ইন্সুরেন্স করেছিলো। কিছুদিন আগে তিনি গাছ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্সুরেন্সের কথা অনুযায়ী কাগজপত্র জমা দেওয়ার পর আজ ১ লক্ষ ৬৫ হাজার ১৭১ টাকার চেক হাতে পেয়েছি।
এসময় ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম সাগর সহ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ডিজিএম মোয়াজ্জেম হোসেন জানান বিমাকারী ৪ কিস্তি দেওয়ার পর মারা যায়, পরবর্তীতে তার নমিনী(স্ত্রী) আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত মরণোত্তর বীমার চেক হস্তান্তর করি।