সখীপুরে  সুফল প্রকল্পের ঋণের  চেক বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে সুফল প্রকল্পের জীবিকা উন্নয়ন তহবিলের আওতায় কালিদাস-১ এফসিডি কর্তৃক ২য় মেয়াদে ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় কালিদাস বিট কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ ঋণের চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আঃ রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগ (দক্ষিণ-১) সহকারী বন সংরক্ষক মোঃ আবু সালেহ, কালিদাস বিট কর্মকর্তা মাসুদ উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় ৩০ জন সদস্যের মাঝে ৬০ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।

সর্বশেষ নিউজ