সখীপুর সেটেলমেন্ট অফিসের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার যাদবপুরে অবস্থিত কবি নজরুল পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। এ সময় টাঙ্গাইল জোনে কর্মরত উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির নির্বাচনে বিজয়ী কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকগণকে সংবর্ধনাও দেওয়া হয়।দিনব্যাপী আয়োজনে জোনাল সেটেলমেন্ট অফিস টাঙ্গাইল জোনের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও সখীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) ফকির শামসুল হক, সহ-সভাপতি ও সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ও ঘাটাইল উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) এসএম রফিকুল ইসলাম, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে কর্মরত নাজির (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মো. নাসিরুজ্জামানসহ সার্ভেয়ার, ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর-কাম-সিট কিপার ও সেটেলমেন্ট অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।বনভোজন ও সংবর্ধনা শেষে র‌্যাফেল ড্র, দৌড় প্রতিযোগিতা, ফুটবল কিক, গোলক নিক্ষেপ, বাস্কেটবল, হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র কর্মকর্তারা।উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) ফকির শামসুল হক বলেন, কর্মব্যস্ততার মাঝে সহকর্মীদের নিয়ে এমন আয়োজনে প্রাণ ভরে গেছে। সময়টুকু খুবই উৎসব মুখর ছিল।

সর্বশেষ নিউজ