কালিহাতীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতিকে হ**ত্যা প্রচেষ্টার অভিযোগ!

টাংগাইল প্রতিনিধি :

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামের ফরিদ আহমেদকে হত্যা প্রচেষ্টার অভিযোগ ওঠেছে।

জানাযায়,গত শুক্রবার সকালে নাগবাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি পাকুটিা গ্রামের মৃত হাসান আলীর পুত্র ফরিদ আহমেদকে একই গ্রামের উপজেলা আলীগের সহসভাপতি আব্দুল মজিদ তোতার সন্ত্রাসী বাহিনীর আনোয়ার (৩৫)শামীম (৩৮), জয়নাল(৫০) আব্দুল লতিফ((৫০) সেলিম (৬০) ছানোয়ার (৩৪)রফিক (৫২) আবির (২৩) ইমন(২৯) বাড়ী হতে রতনগন্জ বাবারে যাওয়ার পথে রতনগন্জ বেবীস্ট্যান্ডে পূর্বশত্রুতার জেরধরে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা করে রক্তাক্ত জখম করে একটি সোনার চেইনসহ নগত ৩লাখ টাকা কেড়ে নেয় বলে ভুক্তভোগীর বড়ভাই মনির আহমেদ কালিহাতী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

আহত ফরিদ আহমেদ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে, কালিহাতী থানার অফিসার ইনচার্জ —
আবুল কালাম ভুইয়া জানান,অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ