সখীপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠন

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারী) বাদ যোহর সখীপুর বাজার কেন্দ্রীয় মসজিদে জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি আশরাফুজ্জান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এ সভায় অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির সেক্রেটারি মুফতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন।

এ সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল্লাহ বেলালি, মাওলানা আব্দুল লতিফ মিয়া, মুফতি শামছুল আলম, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহিমসহ প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম।

এ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা রুহুল আমিনকে সভাপতি ও মাওলানা হাসিবুল্লাহকে সেক্রেটারি করে সখীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি মাওলানা ফজলুর রহমান , মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু বকর সিদ্দিক সেলিম, মাওলানা সিরাজুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মাওলানা আব্দুল আজিজ।

সাংগঠনিক সম্পাদক, মাওলানা আসাদুজ্জামান মাসুম,সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক, মাওলানা আনোয়ার।

প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নিজামুদ্দিন, মাওলানা আসলাম।

শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহকারী শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুল হক। দপ্তর সম্পাদক মাওলানা হারুন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম। অর্থ সম্পাদক মাওলানা আবু হানিফ সোহাইল।

সর্বশেষ নিউজ