সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো. রাব্বিকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে রাব্বিসহ আরো বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি সখীপুর প্রেসক্লাবে গিয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন রবিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

মারধরের শিকার মো. রাব্বি জানান, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে সাজ্জাত হোসেন রবিন ফোন করে রাব্বিকে হাসপাতাল গেটের সামনে যেতে বলেন। পূর্ব পরিচিত হওয়ায় রবিনের ফোন পেয়ে রাব্বি হাসপাতাল গেটে ছুটে যান।

রাব্বি সেখানে গেলে আগে থেকেই ওঁত পেতে থাকা সাজ্জাত হোসেন রবিনের লোকেরা তাকে এলোপাথাড়ি মারধর করে।
একপর্যায়ে সেখান থেকে দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগে আশ্রয় নেন তিনি।

রাব্বি আরো জানান, সেখানে আল আমিন নামের ছাত্রলীগের একজন কর্মীকেও দেখা গেছে, সে গত ৩ আগস্ট সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করেছিল।

বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র প্রতিনিধি সেলিম আল মামুন বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের উপজেলা ও জেলা সমন্বয়কদের জানানো হয়েছেএ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সাজ্জাত হোসেন রবিন মোবাইলে বলেন, আমার এক ভাগনের সঙ্গে রাব্বির ঝগড়া মিমাংসা করতে আমি তাকে ডেকেছিলাম, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তারা পুনরায় মারামারিতে জড়িয়ে পড়ে। পরে আমি গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি।

সর্বশেষ নিউজ