সখীপুরে এক মাটি ব্যবসায়ীসহ দুই ট্যাফে ট্রাক্টর মালিককে জরিমানা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাল হতে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীসহ দুই ট্যাফে ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে ওই দুই ট্যাফে ট্রাক্টর মালিকের তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর ঘেচুয়া এলাকার ফরহাদ আলীর ছেলে মো জাহিদুল ইসলামসহ আরও ২ ট্যাফে ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই এক মাটি ব্যবসায়ীসহ দুই ট্যাফে ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সর্বশেষ নিউজ