কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে জরিমানা

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
মেয়াদোত্তীর্ণ ও কোম্পানীর স্যাম্পল ঔষধ রাখা এবং এন্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিষ্ট্রেশন না থাকার অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে দুই ফার্মেসী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বিকেলে কালিহাতী সদরের হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

এসময় তিনি কালিহাতী হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসীর মালিক জহুরুলকে ৪ হাজার ও মেডিসিন কর্ণার এর মালিক সমীর সাহা চৌধুরী মানিককে ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে ঔষধ তত্ত্বাবধায়ক আবু জাফর উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান ,কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থিত ফামের্সিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুইটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও কোম্পানীর স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়াও ফার্মেসিগুলোতে এন্টিবায়টিক বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই ২টি ফার্মেসীর মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ