সখীপুরে “কেপিএল” এর ফাইনালে দূরন্ত স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কচুয়া প্রিমিয়ার লীগ(KPL) এর ১১ তম সিজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ জানুয়ারি) উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ক্রিকেট খেলায় দূরন্ত স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়ে ৭০ হাজার টাকা ও ট্রফি এবং জেএসসি ক্রিকেট একাদশ রানার্সআপ হয়ে ৫০হাজার টাকা ও ট্রফি জিতে নেয়।
কেপিএল পরিচালনা কমিটির সভাপতি এস এম খোকন সিকদারের সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- আব্দুর রাজ্জাক বাবু, রফিকুল ইসলাম রুবেল, মোতালেব সিকদার বাবুল, এস এ দুলাল হোসেন, মো.দুলাল হোসন, সাইফুল আল নোমান, রিপন আহমেদ প্রমুখ।

খেলায় দূরন্ত স্পোর্টিং ক্লাব ৭৪ রানে জেএসসি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের রাজু আহমেদ ম্যান অব দ্যা ম্যাচ এবং মোস্তাফিজুর রহমান ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
খেলায় বাংলাদেশের নামীদামী খেলোয়াড় অংশগ্রহণ করায় অসংখ্য ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল মাঠে।

সর্বশেষ নিউজ