সখীপুরে বাসা ফাউন্ডেশন কতৃক বর্জ্য সংগ্রহকারী গাড়ী হস্তান্তর ও প্রকল্প অগ্রগতি বিষয়ক সভা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর পৌরসভায় বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্প কর্তৃক বর্জ্য সংগ্রহকারী গাড়ী হস্তান্তর ও প্রকল্প অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারি ২০২৫, বুধবার সকালে পৌর কার্যালয়ে গাড়ী হস্তান্তর ও প্রকল্প অগ্রগতি বিষয়ক সভার শেষে একটি বর্জ্য সংগ্রহকারী গাড়ি হস্তান্তর করা হয়।
উক্ত সভায় অংশগ্রহণকারীগণ প্রকল্পের সম্পাদিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

সখিপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন ” বর্জ্য সংগ্রহকারী গাড়ি দ্বারা পৌরসভায় সরু রাস্তার প্রতি ঘর হতে বর্জ্য সংগ্রহ করা সহজ হবে ফলে পরিবেশ দূষণ রোধ হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো রুহুল আমিন মুকুল,সখীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল শাকের,
সখীপুর থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন , সখিপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম ,
বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক ডা. সামিনা ইসলাম,
সেন্ট্রাল ওয়াশ কো-অর্ডিনেটর প্রিন্স দে রনি, সিনিয়র এজিএম মাসুমা আক্তার পান্না।
ফিনিশ মন্ডিয়াল বাংলাদেশের ইন্সটিটিউশান এন্ড গভর্নমেন্ট এনগেজমেন্ট এক্সপার্ট ফয়সাল এম রহমান।

উক্ত সভা পরিচালনা করেন বাসা ফাউন্ডেশন সখীপুরের প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল আলম।
এছাড়া পৌরসভার সর্বস্থরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ