সখীপুরে খদ্দেরসহ গ্রেপ্তার ২ 

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে খদ্দেরসহ দুজনকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বহুরিয়া বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই খদ্দের উপজেলার বহেড়তৈল ইউনিয়নের আন্দিপাড়া গ্রামের মৃত জুলহাস তালুকদারের ছেলে ইয়াসিন তালুকদার।

গ্রামবাসী জানায়, ইয়াসিন তালুকদার নিয়মিত উপজেলার বউবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনে পতিতা এনে তাদেরকে বিভিন্ন গ্রামে সাপ্লাই দিতেন। একাধিকবার তাকে গ্রাম থেকে সতর্ক করে দিলেও তিনি কর্ণপাত করেননি কারো কথা। প্রভাব খাটিয়েই দিনের পর দিন এই অবৈধ ব্যবসা করতেন ইয়াসিন। গতকাল সোমবার রাতে গ্রামবাসী ওই পরিত্যক্ত ভবন ঘেরাও করে তাকে জব্দ করে রাখে। পরে থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক এসে খদ্দের ইয়াসিন ও পতিতাকে আটক করে থানায় নিয়ে আসে।

বউ বাজারের স্থানীয় মাতব্বর লুৎফর রহমান বলেন, ওই ছেলেটি আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে। আগেও একাধিকবার আমরা দেখেছি। তাই এসব অপকর্ম স্থায়ীভাবে বন্ধ করতে আমরা এলাকাবাসী মিলে খদ্দের ও পতিতাকে ধরে পুলিশে হস্তান্তর করেছি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহাম্মদ জাকির হোসেন বলেন, খদ্দের ইয়াসিন সহ ওই পতিতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ নিউজ