
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে আজ সোমবার সকালে উপজেলা মাঠে লাবীব গ্রুপ ১০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্তদের মধ্যে ১০ হাজার স্যুয়েটার, ১০হাজার মাফলার, ১০হাজার টুপি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পাওয়া দিনমজুর রমজান আলী বলেন, একটা স্যুয়েটার, একটা মাফলার ও একটা টুপি পাইয়া খুবই খুশি লাগতাছে। ক্ষেতে খামারে কাপড়গুলো পইরা কাম করতে পারমু।