স্বাধীন বাংলা ক্লাব কতৃক আয়োজিত স্বাধীন বাংলা গোল্ডেন মেধাবৃত্তি ২০২৪ এ-র পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি(বুধবার) উপজেলার খালিয়ার বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, অতিথিবৃন্দ, ক্লাবের সকল সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি সমির হোসেন বলেন এরকম আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মেহরাব ইসমাইল ও সদস্য সচিব নাইম হাসান বলেন আমরা এবার দিয়ে ৪ বার এরকম আয়োজন করেছি সকলের সহযোগিতা পেলে আমরা সবসময় আয়োজন করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মামুন, সুমন, সবুজ, সজিব, আশরাফসহ আরো অনেকেই।