সখীপুরে এক রাতে তিন বাড়িতে চুরি! মোটরসাইকেল সহ স্বর্ণালংকার লুট

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সাবেক মেম্বারের বাড়িসহ তিনবাড়িতে দুর্ধর্ষ চুরির হয়েছে ।

রবিবার(২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাশারচালা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাশারচালা পশ্চিম পাড়া এলাকার ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন বাড়ি হতে একটি (পালসার) মোটরসাইকেল, একই গ্রামের হযরত আলী ছেলে মৃত সোহরাব আলীর বাড়ী থেকে ২ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা এবং সলিম উদ্দিনের বাড়ি থেকে একটি স্মার্টফোন চোর চুরি হয়েছে।

সাবেক মেম্বার জয়নাল আবেদীন বলেন, প্রতিদিনের মতো আমার শোয়ার ঘরের পাশের ঘরে মোটরসাইকেলটি রেখে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি দরজার তালা ভাঙ্গা মোটরসাইকেলটি ঘরে নেই। এই ইউনিয়নে প্রতিদিনই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন কেন নীরব বুঝিনা!

এদিকে এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবুল মিয়া বলেন , ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ