সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক মালেক কমিশনার গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিয়া কে গ্রেফতার করছে সখীপুর থানা পুলিশ।

তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর। শনিবার দুপুর ১টায় নিজ বাড়ি প্রতিমা বংকী থেকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মালিক মিয়া ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার আসামি ছিলেন । তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যায়ক্রমক্রমে ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ