নামাজ পড়তে গিয়ে অটোগাড়ি হারালেন মসজিদের ইমাম

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগবেড় দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আবু হানিফ।
বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে।

দুই বছর আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগবেড় দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পান হাফেজ আবু হানিফ।
তিনি জানান, মসজিদ থেকে অগ্রিম ৩ মাসের বেতন হিসেবে ৩০ হাজার ও ৫০ হাজার ধারদেনা করে কয়েক সপ্তাহ আগে একটি অটোগাড়ি কিনি।

প্রতিদিনের মতো গতকাল ফজরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বের হয়ে বেলা ১২ টার দিকে মসজিদের পাশে গাড়ি রেখে যোহরের নামাজের জন্য প্রস্তুতি নেই।

মসজিদের ইমাম হাফেজ আবু হানিফ তার ইজিবাইকটি মসজিদের পাশে রেখে যোহরের নামাজ আদায় করতে গেলে গাড়িটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। নামাজ শেষে অটো দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি ধারদেনা করে কয়েক সপ্তাহ আগে ৯০ হাজার টাকা দিয়ে অটো গাড়িটি কিনে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন উপার্জনের একমাত্র সম্বল অটো গাড়িটি হারিয়ে ধার করা টাকা পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবু হানিফ।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জানান, কিছুদিন আগে আমরা এলাকাবাসী তাকে সহযোগিতা করে অটোগাড়ি কিনে দিয়েছিলাম। গাড়িটি চুরি হওয়ায় তিনি নি:স্ব হয়ে গেলেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ নিউজ