সখীপুরে কচুয়া প্রিমিয়ারলীগের ১১তম আসরের উদ্বোধন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট কচুয়া প্রিমিয়ারলীগের ১১ তম আসরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৭ ডিসেম্বর) বেলা ১ টায় উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: নূর-ই-আযম, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদার, সখীপুর সেলনেট ট্রাভেলস এর পরিচালক মো: রিপন আহমেদ, সখীপুর উপজেলা কৃষকদলের সভাপতি ডা: শাহাদত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ইউপি সদস্য মামুন সিকদার, সাইফুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে শান্তিকুঞ্জ ক্রিকেট একাদশকে ১৮ রানে হারিয়েছে ইয়াং ইউনিটি ক্লাব।

সর্বশেষ নিউজ