সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, কার্যকরী পরিষদ সদস্য মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রিমন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, প্রেসক্লাব কল্যাণ কমিটির সভাপতি নজরুল ইসলাম নাহিদ, সম্পাদক ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শাফলু, মুহাম্মদ আমিনুল ইসলাম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সখীপুর অনলাইনের সম্পাদক সোহেল রজত, জাহিদ হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী গত বৃহস্পতিবার সকাল থেকে নতুন কর্মস্থলে ইউএনও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে বুধবার রাতে বিদায়ী ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও আবদুল্লাহ আল রনী ৩৫ তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।