সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :টাংগাইলের কালিহাতী উপজেলায় কুটুরিয়া,কোকডহরা ফাইভ স্টার ইটভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে লাকড়ি পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে অবাধে পুরানো হচ্ছে লাকড়ি।
এর কারনে পরিবেশ দূষিত হচ্ছে জনজীবনে এর প্রভাবে পড়ছে এবং নানাবিধ রোগে ভুগছে ওই এলাকার লোকজন। সরেজমিনে দেখা যায়, ফাইভ স্টার ইটভাটার পাশেই রয়েছে ফসিল জমি এবং সারি সারি লাকড়ির স্তুপ এতে করে গাছপালা কাটার ফলে পরিবেশ ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
ফাইভ স্টার ইটভাটার প্রোপাইটার মোঃআলাল হোসেন ও আব্দুল হাই সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি উপরের মহলে সবাই কে ম্যানেজ করে আমি আমার ইটভাটার ব্যবসা করছি তাই আপনি পেপার পত্রিকায় খবর প্রকাশ করেও আমার কিছু করতে পারবেন না। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চাচ্ছে এলাকার সুশীল সমাজ। এলাকা বাসী কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দেওয়ায় প্রস্তুতি নিচ্ছি বলে খবর পাওয়া যায়। পরবর্তী আরো বিস্তারিত আসছে চোখ রাখুন।