
সখীপুরে স্বাধীন বাংলা ক্লাবের উদ্যোগে গোল্ডেন মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ নভেম্বর) উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংগঠনটির সভাপতি আফরান হোসেন সমির জানান স্বাধীন বাংলা ক্লাবের ব্যানারে এটি আমাদের চতুর্থ আয়োজন। ভবিষ্যতেও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ আয়োজন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আল মামুন, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপ্লব, সুমন, শিহাব, সজীব, মেহেরাব, তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
