সখীপুরে যুবকদের নিয়ে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের যাত্রা শুরু

সখীপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের কচুয়া গ্রামের যুবকদের উদ্যোগে সামাজিক সংগঠন হিলফুল ফুজুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার কচুয়া বাজারে  সংগঠনটির পরিচিতি ও সাফল্য কামনায় দুআ  অনুষ্ঠানের মাধ্যমে শহিদুল ইসলামকে সভাপতি করে এ ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করা হয়।

কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুলের সভাপতিত্বে ও মাওলানা আশরাফ আলীর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও চিকিৎসক  লিয়াকত আলী ফাউন্ডেশনটির পরিচিতি, উদ্দেশ্য ও করণীয় তুলে ধরেন।

হিলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমরা গ্রামের যুবকদের নিয়ে  অসহায়, দুস্থদের সহায়তার পাশাপাশি সমাজে নানা ধরনের ইতিবাচক কাজ করব। এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষকে এ ফাউন্ডেশনে সহযোগিতা করার আহ্বান জানান।

সর্বশেষ নিউজ