সখীপুরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার গার্লস স্কুল রোডের রফিক কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সখীপুর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, সখীপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক আল আমীন প্রমুখ।

সর্বশেষ নিউজ