কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক নয়টার সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে।

মুহূর্তের মেধ্যই আগুন বাজারে ছড়িয়ে পরে। এতে অন্তত ১৮টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা  কালিহাতী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ