নকল নবীশদের অবস্থান ধর্মঘট, বাড়ছে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক;
সারাদেশের সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকরি জাতীয়করণের একদফা দাবিতে ১৮ দিন ধরে অবস্থান ধর্মঘট করছে নকল নবীশরা। (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮তম দিনের মত ধর্মঘট করছেন তারা।

এতে জনদুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা।

বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ এসোসিয়েশন সূত্রে জানা যায়, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। প্রতিটি অফিসে ২০ থেকে ৩০ জন নকল নবিশ নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্ত  কোন নকল নবিশ  সরকারি বেতন ভাতা পায়না। গ্রহিতার নিকট হতে এন ফি বাবদ সরকার নির্ধারিত প্রতি পৃষ্ঠা ৬০ টাকা আদায় হলেও নকল নবিশরা মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে  দলিলের বালাম কপি করে থাকে।  মাসে মাত্র অল্প কিছু টাকা পারিশ্রমিক পায়।  নকল নবিশরা প্রতিটি অফিসের মূল চালিকাশক্তি। বৃট্রিশ আমল থেকে নকল নবিশরা একই ভাবে চলে আসছে তাই অবিলম্বে নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানান তারা।

অবস্থান ধর্মঘটে অংশগ্রহণকারী নকল নবীশরা বলেন, আমরা রেজিস্ট্রার অফিসে সারাদিন কাজ করি কিন্তু আমাদের কোন মূল্যায়ন করা হয় না। আমাদেরকে যে বেতন দেওয়া তা দিয়ে পরিবার চালানো যায় না। ছেলে মেয়েদের পড়াশুনা করাতে পারি না। বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক আমাদের সঙ্গে টালবাহানা করেছে। সে আমাদের চাকরি স্থায়ীকরণ করবে বলে বলে কালক্ষেপন করেছে। জনগণের কাছ থেকে যে কর নেওয়া হয় সেটা কার পকেটে যায়? আমাদের জন্য যে বরাদ্দ রয়েছে সে টাকি দিয়ে জাতীয়করণ করা সম্ভব। আমাদের টাকায় আমাদের জাতীয়করণ সম্ভব। সরকার কেন গাফিলিতি করছেন জানিনা।

তারা আরও বলেন, বৈষম্যহীন দেশে আমাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস মহোদয়কে আমরা বৈষম্যহীন দেশ প্রধানের দায়িত্ব দিয়েছি। তিনিই আমাদের এ বৈষম্য থেকে রক্ষা করতে পারবেন। আপনি আমাদের দিকে দৃষ্টি দেন।

টাঙ্গাইল সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশরা বলেন, আমরা বলছি বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ তাহলে আমি কই স্বাধীন হলাম। আমার যে প্রাপ্য, যে অধিকার সেটা কি পেয়েছি। আজ কেন আমাদের অস্থিত্ব নাই। আজ প্রায় আড়াই হাজার নকল নবীশ কোন পরিচয় দিতে পারছে না সমাজে। তাহলে কিসের স্বাধীনতা, কিসের নতুন বাংলাদেশ।

বাংলাদেশ এক্সাটা-মোহরার (নকল নবিস) এসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জেলা, উপজেলার প্রায় নকল নবীশরা অংশ গ্রহণ করেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার নকল নবিশ ১৬ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ নকল নোটিশ এসোসিয়েশনের নেতারা জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের একদফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত প্রায় ১৮ হাজার নকল নবিশের চাকরি জাতীয়করণের একদফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট  পালন করছে।তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ