সখীপুরে ভেট ডক্টরস্ এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:
ভেট ডক্টরস্ এসোসিয়েশন সখীপুর জোন (ভি.ড.এ.এস.জেড.টি) টাঙ্গাইল এর বার্ষিক  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার রাতে পৌর এলাকার স্থানীয় শাকিল কিচেন রেস্তোরাঁ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ডা. মো. অলিউল্লাহ মল্লিক। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডা. অদ্বৈত বর্মন। এ নির্বাচনে ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. রফিকুল ইসলাম। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে অন্যান্য পদসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানায় সহকারী নির্বাচন কমিশনার কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ।


নবনির্বাচিত সভাপতি ডা. মো. অলিউল্লাহ মল্লিক জানায়, সখীপুরে ভেটেনারিনরিায়ানদের এই সংগঠনকে আরও কর্মচঞ্চল ও প্রাণবন্ত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ নিউজ