
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ ও চাদাবাজির প্রতিবাদে বিট অফিসারের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কালমেঘা সেন্দুরিয়া গ্রামে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতারা।
কর্মসূচি চলাকালে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ও গণ্যমান্যরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে।

