সখীপুরে তানজীম স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘বন্ধুরা সবাই খেলায় চলো
মাদক মুক্ত সমাজ গড়ো ‘ এই স্লোগান সামনে রেখে

আজ সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ লেফটেন্যান্ট তানজীম স্মতি ভলিবল টুর্নামেন্ট ২০২৪/২৫ এর প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় অংশগ্রহণ করে কাকড়াজান ভলিবল টিম বনাম বাগবেড় ভলিবল টিম। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক দেলোয়ার হোসেন এবং অতিথি হিসেবে খেলা বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সখীপুর উপজেলা গণ অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুল হক।

খেলা পরিচালনা এবং সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন। এ সময় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ