টাঙ্গাইলের সখীপুরে আনোয়ার (৪২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (০২ নভেম্বরর) ভোররাতে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার ওই এলাকার মো: বাছেদ খাঁনের ছেলে।
জানা যায়, আনোয়ার বিভিন্ন হাট-বাজারে মাছ বিক্রি করতো। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হবি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলিয়া নামের এক প্রতিবেশী আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে কাঁঠাল গাছে আনোয়ারের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেচামেচি শুরু করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়।
সখীপুর থানার সেকেন্ড অফিসার(এসআই) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।