সখীপুরে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে নিরাপদ টয়লেট চাহিদা বিষয়ে ক্যাম্পেইন

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিরাপদে পরিচালিত স্যানিটেশন, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরির চাহিদা সৃষ্টির প্রচারণার লক্ষ্যে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় মন্দির এলাকায় দিনব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ।
অন্যান্যের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়ালের সিটি কোঅর্ডিনেটর সুমী খানম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ স্যানিটেশন, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করা এখন সময়ের দাবি। এ কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারলে একদিকে পরিবেশের নিরাপদ সুরক্ষা তৈরি হবে, অপরদিকে স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে তৈরি হবে জীবনমানের উন্নয়ন। সখীপুর পৌরসভার মাধ্যমে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এই কাজ করছে বাসা ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কায্যক্রম বাস্তবায়িত করছে এই এনজিওটি।

সর্বশেষ নিউজ