জাবিতে গাঁ*জা সেবনকালে দুই ছাত্রী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই ছাত্রীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড় থেকে তাদের আটক করা হয়।


আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও অন্যজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই শিক্ষার্থী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সংবাদমাধ্যমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে নিয়ে আসার পর তারা বিষয়টি স্বীকার করে এবং ক্ষমা চায়। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার প্রত্যয়ও ব্যক্ত করে। সেই সুবাদে আমরা তাদেরকে একটা সুযোগ দিয়েছি। তবে তারা প্রক্টরিয়াল টিমের নজরদারিতে থাকবে।”

সর্বশেষ নিউজ