সখীপুরে বিদায় অনুষ্ঠান শেষে সুসজ্জিত প্রাইভেট কারে বাড়ি ফিরলেন শিক্ষক

অধ্যক্ষের কার্যালয়ের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। তাঁদের হাতে গাঁদা ফুলের পাপড়ি। বিদায় সংবর্ধনা শেষে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষক।

তাঁকে কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়ানো সুসজ্জিত একটি প্রাইভেট কারে তুলে দিলেন শিক্ষার্থীরা। বিদায়বেলার এই আয়োজনে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি।

আজ বুধবার দুপুরে এমন দৃশ্য দেখা যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজে। ৩০ বছরের কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেছেন কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান। প্রিয় শিক্ষককে বিদায় জানাতেই এমন আয়োজন বলে জানান শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে বাড়ি ফেরেন তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, লুৎফর রহমান ১৯৯৫ সালে সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল বিভাগে প্রভাষক পদে যোগ দেন। দীর্ঘদিন ওই বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

লুৎফর রহমান বলেন, ‘আন্তরিকতা নিয়ে সব সময় ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। জানামতে, চাকরিজীবনে কোনো দিন অনিয়ম করিনি। শিক্ষার্থীদের সব সময় নিজের সন্তানের মতো ভেবেছি। সব সময় চেয়েছি, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে।…

আমি সবার কাছে দোয়া চাই, যাতে শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারি।’কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হোসাইন বলেন, ‘লুৎফর রহমান স্যার সাদামনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না। স্যারের নীতি-আদর্শ সামনে রেখে আমাদের কার্যক্রম চালাব।’

কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি সোনিয়া আক্তার বলেন, ‘একজন আদর্শ শিক্ষক হিসেবে যেসব গুণাবলি দরকার, তার সবই ছিল স্যারের (লুৎফর রহমান) মধ্যে। তিনি আমাদের আদর্শ। অবসরকালীন জীবন সুন্দর ও সার্থক হোক,  এটাই প্রত্যাশা আমাদের।’

সর্বশেষ নিউজ