কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে  কর্মসূচি পালন করেছে কালিহাতী উপজেলা যুবদল


রবিবার(২৭ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বন্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা  অনুষ্ঠিত হয়।




উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইন্জিনিয়ার আব্দুল হালিম, বাংলাদেশ চিকিৎসক পরিষদের নেতা ডাঃ শাহআলম তালুকদার, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলী আকবর জব্বার। 


এসময় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- সম্পাদক বায়েজিদ খান,সাবেক ছাত্র দল  সভাপতি রাশেদুল ইসলাম রতন সহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ নিউজ