
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন করা হয়েছে।
আজ শনিবার(২৬ অক্টোবর) সখীপুর উপজেলা শাখার আয়োজনে সন্ধ্যায় তাদের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের সখীপুর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আনিসুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সখীপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো: আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জোবায়ের আহমেদ, টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সখীপুর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো: বাপ্পী সরকার, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক আল-আমীন, ছাত্র অধিকার পরিষদ নেতা বাপ্পী, সখীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদনান হোসেন প্রমুখ।
এসময় গণঅধিকার পরিষদের সখীপুর উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
