সখীপরে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন করা হয়েছে।

আজ শনিবার(২৬ অক্টোবর) সখীপুর উপজেলা শাখার আয়োজনে সন্ধ্যায় তাদের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সখীপুর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আনিসুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সখীপুর উপজেলা গণ অধিকার পরিষদের  সদস্য সচিব মো: আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জোবায়ের আহমেদ, টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সখীপুর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো: বাপ্পী সরকার, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক আল-আমীন, ছাত্র অধিকার পরিষদ নেতা বাপ্পী, সখীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদনান হোসেন প্রমুখ।

এসময় গণঅধিকার পরিষদের সখীপুর উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ