
টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া ইউনিয়ন ঐক্যবদ্ধ ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার(২০ অক্টোবর) বিকেলে উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়ন ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মনিরুজ্জামান খান কে সভাপতি ও আল-আমিন ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের ভাই বোনের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারপতনের মাধ্যমে এদেশ সঠিক পথের দিশা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা বহুরিয়া ইউনিয়ন ঐক্যবদ্ধ ছাত্র সমাজ সর্বদা ঐক্যবদ্ধ, এছাড়াও বহুরিয়া ইউনিয়ন কে ঢেলে সাজানোর লক্ষ্যে বাল্যবিবাহ, মাদক,ইভটিজিং ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাবে।

আমরা বহুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে চাউ তারই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজ সহযোগিতা করে যাবে এবং সেই লক্ষ্যে সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি।
এসময় সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম জয় বলেন, ঐক্যবদ্ধ ছাত্র সমাজ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।
মানুষ মানুষের জন্য, সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমে বিশেষ ভূমিকা পালনে বদ্ধ পরিকর।
