কিস্তির টাকা চাইতে গিয়ে স্বামীর মারধরে স্ত্রী খু*ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত নাজমা (৪৫) কামারখাড়া ইউনিয়নের বেসনাল মিজি বাড়ির ঘাতক আনোয়ার হোসেন আনু মিজির দ্বিতীয় স্ত্রী।

শুক্রবার সকালে সাড়ে ১০টা কামারখাড়া গ্রামে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী গুরুতর আহত হয়। পরে দুপুর দেড়টার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে আনা হয়।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সর্দার বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে তার ছেলে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।


জানা গেছে, উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনু দ্বিতীয় স্ত্রী নাজমাকে দিয়ে বিভিন্ন এনজিও হতে অনেক টাকা কিস্তি নেন। এখন ওই সমস্ত এনজিওগুলো কিস্তির টাকা নিতে আসলে তার স্বামীর কাছে টাকা চাইলে সে টাকা না দিয়ে তালবাহানা করে। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

গত ১৫ই অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে স্ত্রীকে মারধর করলে পরদিন টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নিহত নাজমা বেগম। পরে শুক্রবার সকালে কিস্তির টাকা দেয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে স্ত্রীকে ডেকে নেয় ঘাতক স্বামী। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে ফেলে পালিয়ে যায় আনু।

এই ব্যাপারে নিহতের ছেলে ইব্রাহিম বলেন, আমার সৎ বাবা ও মায়ের সঙ্গে দীর্ঘদিন কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। কিস্তির টাকা চাওয়ায় তাকে হাতুড়ি দিয়ে মেরে কবরস্থানে ফেলে চলে যায়।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি অবগত নই। খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ নিউজ