সখীপুরে এইচএসসিতে জিপিএ ৫ পেল যমজ দুই বোন

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির যমজ দুই বোনের এইচএসসি পরীক্ষায় অবিশ্বাস্য সাফল্যে বাবা-মা গর্বিত।

মঙ্গলবার প্রকাশ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকার স্বনামধন্য কলেজের বিজ্ঞান বিভাগ থেকে একজন ৯৫% অন্যজন ৯২% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।


হলিক্রসের শিক্ষার্থী যারীন তাসনীম ও যাহরা তাসনিমদের এমন ফলাফলে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও উপজেলার মানুষ অত্যন্ত খুশি।অনেকে এই যমজ বোনের ফলাফল হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করেন।ঐ শিক্ষার্থী মা চায়না আক্তার জানান, তারা সহজ-সরল ও মেধাবী।


বাবা স্কুল শিক্ষক আবু জুয়েল সবুজ বলেন, আমি মেয়েদের পড়ার জন্য চাপ দেইনি,তারা তাদের মতো পড়াশোনা করে ভালো ফলাফল করেছে। যমজ বোন মুঠোফোনে প্রতিবেদককে জানায়,যারীন তাসনিম ইন্জিনিয়ারিং কোর্স এবং যাহরা তাসনিম মেডিকেল পড়তে ইচ্ছুক। যমজ বোন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ নিউজ