সখীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

টাঙ্গাইলের সখীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে অবস্থান নেন তিনি। 

এসময় পুলিশ, ডিবি, আনসার ও স্বেচ্ছাসেবকদের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “টাঙ্গাইলের সব জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপন করছে।

এখনো কোথাও কোন অপ্রীতিকর ঘটেনাই। প্রত্যেক পূজা মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। “


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরফুদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, সাব ইন্সপেক্টর  মো. মাসুদ রানা প্রমুখ।

সর্বশেষ নিউজ