বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (১১ অক্টোবর) চিলির মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি ২-১ গোলে জয় পায় ব্রাজিল।সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ব্রাজিলের।
তার উপর চোটের কারণে ভিনিসিয়ুস জুনিয়র সহ তারকা অনেক খেলোয়াড়কেই পায়নি দলটি। সেখানে চিলির বিপক্ষে মাঠে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। তবে তরুণদের দারুণ লড়াইয়ে ম্যাচে ফিরে আসে তারা। শেষ দিকের দুর্দান্ত গোলে কাঙ্ক্ষিত জয়ও তুলে নেয় দলটি।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্তাদিও ন্যাশোনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের হয়ে গোল দুটি করেন দুই তরুণ ইগর জেসুস ও লুইজ হেনরিক। চিলির হয়ে গোলটি করেছেন এদুয়ার্দো ভের্গাস।
বিস্তারিত আসছে…