জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক সহকারি  শিক্ষক নির্বাচিত হলেন সখীপুরের জ্যোৎস্না আক্তার

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জ্যোৎস্না আক্তার জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষক যাচাই বাছাই কমিটি জ্যোৎস্নাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন বলে বুধবার সন্ধ্যা রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। 

জ্যোৎস্না আক্তার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জানান, শিক্ষক হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি।

কাজের মূল্যায়নের ভিত্তিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ স্কুল, একজন প্রধান শিক্ষক, একজন সহকারি শিক্ষক ও একজন সহকারি শিক্ষা কর্মকর্তা নির্বাচন করা হয়।

তাদের আবার জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সখীপুর থেকে জ্যোৎস্না আক্তার জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।

সর্বশেষ নিউজ