মাকে তালাক দেওয়ায় বাবাকে কু-পি-য়ে হ-ত্যা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাকে তালাক দেওয়ায় ক্ষুব্ধ ছেলেদের হাতে খুন হয়েছেন আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত তিন ছেলে ও মা নাজমা পলাতক রয়েছেন।বুধবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের মিলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আসাদুল ওই এলাকার আব্দুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান।নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, গত তিন মাস আগে পারিবারিক বিরোধের কারণে আসাদুল তার স্ত্রী নাজমাকে মৌখিকভাবে তালাক দেন।

বিষয়টি তার ছেলে ও স্ত্রী নাজমা খাতুন মেনে নিতে পারেনি। মঙ্গলবার রাত ৯টার দিকে আসাদুল বাজার থেকে বাড়িতে ফেরার পথে তিন ছেলে, নাজমা ও তার দুই ভাই আসাদুলকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে আসাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান আসাদুল।

ওসি মো. রুকনুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ