সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুবিধা ও ভোক্তা যেসব বিষয়ে আইনের আশ্রয় নেওয়া যায় সে বিষয়ে সম্পর্কে আলোচনায় অংশ নেন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহামেদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার প্রমুখ।

এ সময় সেমিনারে উপস্থিত অনেকেই নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণের অনুরোধ জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বাজার বণিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ উপজেলায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ নিউজ